Entertainment

5 hours ago

Disrupted Bond :জন্মদিনে জীবনের মোড় ঘুরল, স্বামীর সঙ্গে বিচ্ছেদে সম্মতি অভিনেত্রীর

Actress Confirms Divorce From Husband
Actress Confirms Divorce From Husband

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  রুপোলি পর্দার তারকা, গ্ল্যামার আর সাফল্যের ছটায় মোড়া তাঁর জীবন। বাইরে থেকে দেখলে মনে হয়, সবটাই যেন স্বপ্নের মতো ঝকঝকে। তবে আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালেও থাকে না বলা কাহিনি। মঙ্গলবার, নিজের জন্মদিনে ঠিক তেমনই এক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী সুস্মিতা রায়।এ দিন স্বামীর সঙ্গে একজোটে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি।

তাঁদের বিচ্ছেদের খবরে সায় দিয়েছেন, সুস্মিতার বন্ধু ও দেওর অভিনেতা সায়ক চক্রবর্তী। সাম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে,  কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। সুস্মিতা এবং তাঁর স্বামী বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। অভিনেত্রীকে এখন জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নিয়মিত দেখা যাচ্ছে। 

সামাজিক মাধ্যমে একসঙ্গে নিজেরাই জানান বিচ্ছেদের কথা। অভিনেত্রীর স্বামীর তরফে জানানো হয়, পরস্পরের সম্মতিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এটাই সুস্মিতাকে জন্মদিন উপলক্ষে তাঁর স্বামীর শেষ পোস্ট। একই সঙ্গে অনুরোধ জানান, তাঁর স্ত্রীকে বা তাঁর মন্তব্য বাক্সে যেন এর পরেই সকলে কটূক্তিতে ভরিয়ে না দেন। প্রসঙ্গত, আড়াই বছর আগেও তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেতা সায়ক চক্রবর্তীর কথায় "ওঁরা সে সময়েও একবার বিচ্ছেদের কথা ভেবেছিলেন। তার পর সব ভুলে আগের মতোই এক ছাদের নীচে বসবাস করতে থাকেন। ফলে, এই দিনটি যে দেখতে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি।” 

গত নভেম্বরে সুস্মিতার স্বামীর জন্মদিন ছিল। সে দিন সুস্মিতা আর তাঁর বান্ধবী একসঙ্গে মিলে দারুণ হই হই করেছিলেন। তখনও বোঝা যায়নি, মাত্র কয়েক মাসে বদলে যাবে সেই ছবি। সুস্মিতা সুন্দরবনের মেয়ে। লড়াই তাঁর জীবনজুড়ে। ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করা খুব সহজ ছিল না তাঁর কাছে। স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর অনুরাগীদের মনখারাপ এই খবরে। সব যুদ্ধের মতো এইটাও তিনি জয় করবেন—এই বিশ্বাসেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।


You might also like!