Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Entertainment

1 week ago

Vijay Deverakonda:নিজের ইমেজ ভাঙতে চান না বিজয়? রশ্মিকার নাম এলেই কেন মুখ লুকোন?

Vijay hides face
Vijay hides face

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :  সবার নজর এড়িয়ে থাকতে চাইছেন বিজয় দেবেরাকোন্ডা। এই কারণে মুখোশ পরে ঘোরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।গ্ল্যামার জগতের লুকানো সত্য— রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু সম্পর্ক নিয়ে কিছু খোলসা করতে চান না বিজয়। সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান তিনি। এমনকি সমাজমাধ্যমেও একসঙ্গে কোনও ছবি নেই তাঁদের। সমাজমাধ্যমে রশ্মিকাকে অনুসরণও করেন না বিজয়। ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন তিনি।

বিজয় জানিয়েছেন, তাঁর মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। কখনও বিশ্ববিখ্যাত অভিনেতা হতে চান। কখনও আবার সকলের থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান। তিনি বলেছেন, “অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। এক দিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সকলের আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা।”

বিজয় জানান, জনসমক্ষে তুলে ধরার জন্য এক কাল্পনিক ভাবমূর্তি গড়তে চান তিনি। আর নিজের আসল পরিচিতি নিজের কাছেই রাখতে চান। অর্জুন রেড্ডির কথায়, “আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভাল হত। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।”

নিজের জীবন আর গোপন রাখতে চাইছেন না অভিনেতা।তাঁর কথায়, “আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।”

যদিও এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” তবে রশ্মিকা একাধিক বার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি বিজয়ের প্রেমে মগ্ন।


You might also like!