Entertainment

10 months ago

Alia Bhatt: 'বার্থডে গার্ল' আলিয়ার অসাধারণ ৫টি ছবি, যা আজও সমালোচকদের কাছ চর্চিত বিষয়!

Alia Bhatt
Alia Bhatt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবার সাড়ম্বারে পালিত হলো আলিয়ার জন্মদিন। বহু অতিথির সমাগমে জমে উঠেছিল 'বার্থডে গার্ল'এর জন্মদিনের অনুষ্ঠান। সেই প্রসঙ্গেই আলোচনায় আসে তার ৫টি অসাধারণ অভিনয়ের ছবি। সেই ছবিগুলো অবশ্য ততটা খ্যাতি পায়নি,কিন্তু তার অভিনয় সকলেই মনে রেখেছে। "স্টুডেন্ট অফ দ্যা ইয়ার" থেকে শুরু করে "জিগরা", আলিয়ার প্রত্যেকটি চরিত্র যেন কথা বলে। সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। তবে আলিয়া অভিনীত এমন পাঁচটি সিনেমা আছে, যেখানে দুর্দান্ত অভিনয় করলেও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়নি এই সিনেমাগুলি। 


 ১) ২ স্টেটস: চেন্নাইয়ের এক রক্ষণশীল তামিল ব্রাহ্মণ পরিবারের সহপাঠী অনন্যা স্বামীনাথনের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। প্রগতিশীল একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া, যার বিপরীতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর। 


 ২) ডিয়ার জিন্দেগি: শাহরুখ খান এবং আলিয়ার এই সিনেমায় শাহরুখ একজন থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি আলিয়াকে জীবনকে ভালবাসতে শেখান। অসম্ভব সুন্দর এই সিনেমায় কাইরা চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। 


৩) বদ্রিনাথ কি দুলহানিয়া: বরুণ ধাওয়ান এবং আলিয়া অভিনীত এই সিনেমায় আলিয়া অভিনয় করেছিলেন এমন একটি মেয়ের চরিত্রে, যার বাড়ির প্রত্যেকটি পুরুষ ভীষণ রক্ষণশীল। গল্পটি সাদামাটা হলেও এই সিনেমায় আলিয়ার অভিনয় কিন্তু চোখে পড়ার মতো ছিল। 


৪) শানদার: শাহিদ কাপুর এবং আলিয়া অভিনীত এই সিনেমায় চিরাচরিত প্রথাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। সিনেমাটির গল্প এবং আলিয়ার অভিনয় দুর্দান্ত হওয়া সত্ত্বেও সিনেমাটি তেমনভাবে সফলতা অর্জন করতে পারেনি। 


৫) কাপুর অ্যান্ড সন্স: সিদ্ধার্থ মালহোত্রা, ঋষি কাপুর, ফাহাদ খান এবং আলিয়া ভাট অভিনীত এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। আলিয়ার সেরা অভিনয়ের মধ্যে এটি ছিল একটি, যদিও সেইভাবে প্রশংসা তিনি পাননি এই সিনেমা থেকে।


You might also like!