জম্মু, ১০ মে : জম্মুর আপ শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। মন্দির চত্বরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গোলা পড়েছে মন্দিরের দরজার সামনে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শনিবার সকালে আপ শম্ভু মন্দিরে পৌঁছেছেন, যেখানে পাকিস্তান হামলা চালিয়েছিল। এসডিআরএফ, স্থানীয় পুলিশ, প্রশাসন এবং অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে রয়েছে। তাঁরা আপ শম্ভু মন্দিরের কাছের জায়গাটি ঘিরে রেখেছে, যেখানে পাকিস্তানি হামলা হয়েছিল। এসডিআরএফ কর্মীদের মতে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।