কলকাতা, ২৯ এপ্রিল : সোমবার কলকাতার লরেটো কলেজের বাংলা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ফিল্ম স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত হলো "রাইট ইট রাইট" (Write it Right) শীর্ষক এক বিশেষ স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার অতনু ঘোষ ছিলেন এদিনের প্রধান বক্তা।
উল্লেখ্য, স্ক্রিপ্ট লেখার সেভাবে কোনও নির্দিষ্ট নিয়ম না থাকলেও, চিত্রনাট্য নির্মাণের বিভিন্ন ধাপ খুব সহজ ভাষায় এদিন পড়ুয়াদের কাছে তুলে ধরেন অতনুবাবু। এই বিষয়ে আলোচনার পাশাপাশি হাতেকলমেও এদিন তা শেখানো হয়।
কলেজের অধ্যাপিকা ডঃ অমৃতা দাশগুপ্ত ও দীপান্বিতা ঘোষ এবং অধ্যাপক ডঃ সৌম্য দত্ত তাঁদের বক্তব্যে বলেন, অনেক পড়ুয়াই প্রথাগত পেশার পাশাপাশি স্বপ্ন দেখে চলচ্চিত্র নির্দেশক কিংবা চিত্রনাট্যকার হওয়ার। তাদের সেই স্বপ্নকে সঠিক দিশা দেখানোর জন্যই এই প্রয়াস ও উদ্যোগ।