
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেতা হিসেবে থলপতি বিজয়ের কেরিয়ারের শেষ ছবি ‘জন নয়াগন’। সেই বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। আগামী ৯ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল রিলিজ। এই সিদ্ধান্তে হতাশ ছবির নির্মাতারা ও অনুরাগীরা।
বুধবার সেন্সর বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দেয়, আপাতত ছবিটি মুক্তির অনুমতি দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দিয়েছে, ছবিটি খতিয়ে দেখার জন্য নতুন একটি কমিটি গঠন করতে হবে। যদিও এই মামলার চূড়ান্ত রায় এখনও ঘোষণা করেনি আদালত। ফলে অনিশ্চয়তায় পড়ে গেল বিজয়ের বিদায়ী সিনেমার ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন হাউস দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানায়, তারা আইনি প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখছে এবং দ্রুত সমাধানের আশায় রয়েছে। তবে কবে ছবি মুক্তি পাবে, তা নিয়ে এখনও কিছুই স্পষ্ট নয়।

এদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিশ্লেষকদের একাংশের মতে, ছবির মুক্তি আটকে যাওয়ার নেপথ্যে থাকতে পারে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের অঙ্ক। সদ্য নিজের রাজনৈতিক দল টিভিকে গঠন করেছেন থলপতি বিজয়। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। অন্যদিকে বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে বলেই মত রাজনৈতিক মহলের। ফলে প্রশ্ন উঠছে, কংগ্রেসের দিকে ঝোঁকার জেরেই কি একের পর এক সমস্যার মুখে পড়ছেন বিজয়? এর আগে পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব, এবার সিনেমা মুক্তিতে বাধা—ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
উল্লেখ্য, ‘জন নয়াগন’-এর টিকিট ইতিমধ্যেই কোথাও ৫ হাজার, কোথাও আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখছে না থলপতি বিজয়ের শেষ সিনেমা।
