Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 day ago

Arjun Tendulkar Wedding: মাঠের বাইরে নতুন ইনিংস, আসন্ন মার্চে জীবনের সেঞ্চুরির পথে অর্জুন তেন্ডুলকর

Arjun Tedulkar set to marry Saaniya Chandhok
Arjun Tedulkar set to marry Saaniya Chandhok

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের পরিবারে এখন খুশির আমেজ। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্ধোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সচিন-পুত্র। এই খবর সামনে আসতেই তেন্ডুলকর পরিবারে শুরু হয়েছে সাজোসাজো প্রস্তুতি। 

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি অভিজাত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিয়ের মূল অনুষ্ঠান। ৩ মার্চ থেকে শুরু হবে প্রাক-বিবাহ পর্ব। মেহেন্দি ও সঙ্গীতের মতো অনুষ্ঠান শেষে ৫ তারিখ হবে মূল বিয়ে। বিয়ের পর ৭ মার্চ আয়োজন করা হবে রিসেপশন, যেখানে ক্রিকেট ও বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। অর্জুন ও সানিয়ার সম্পর্ক নতুন নয়। ছোটবেলার বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁদের প্রেম। গত বছরের আগস্ট মাসে দু’জনের বাগদান সম্পন্ন হয়, যার ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। বয়সের ব্যবধানের বিষয়টিও আলোচনায় এসেছে—অর্জুনের মা অঞ্জলি তেন্ডুলকর বরের চেয়ে বয়সে প্রায় দু-বছরের বড়। সেই ট্রেন্ড ফলো করেছেন অর্জুনও। ২৬ বছর বয়সী অর্জুন মালা দেবে সানিয়ার গলায়, তিনিও বয়সে সচিন-পুত্রের চেয়ে প্রায় ১৫ মাসের বড়।


অর্জুনের হবু স্ত্রী সানিয়া চান্ধোক মুম্বইয়ের এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের কন্যা। তিনি শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি এবং তাঁদের পরিবার আন্তর্জাতিক ব্র্যান্ড ‘বাস্কিন রবিন্স’-এর ব্যবসার সঙ্গে যুক্ত। পেশায় সানিয়া একজন পশু চিকিৎসক এবং মুম্বইয়ে পোষ্যদের জন্য একটি বিলাসবহুল স্পাও পরিচালনা করেন। ছেলের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অত্যন্ত আনন্দিত সচিন তেন্ডুলকর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘অর্জুন নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে। সানিয়া আমাদের পরিবারের মেয়ের মতোই। আমরা সবাই এই শুভ দিনের অপেক্ষায় আছি।’ ছেলের সম্পর্ক নিয়ে মাস চারেক আগে একটি রেডিট এএমএ সেশনে নীরবতা ভঙ্গ করেছিলেন। যখন এক ভক্ত প্রশ্ন করেন, ‘অর্জুনের কি সত্যিই বাগদান হয়েছে?’ তখন সচিন প্রশ্নটি এড়িয়ে যাননি। হাসতে হাসতে তিনি খবরটি নিশ্চিত করে বলেছিলেন: ‘হ্যাঁ, তিনি করেছিলেন এবং আমরা সবাই তার জীবনের নতুন পর্বের জন্য খুব উচ্ছ্বসিত।’ প্রসঙ্গত, বর্তমানে অর্জুন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন এবং আইপিএলে তাঁকে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে। মাঠে যেমন লড়াই, তেমনই জীবনের নতুন ইনিংসেও সাফল্যের পথে এগোতে প্রস্তুত সচিন-পুত্র। 

You might also like!