Entertainment

3 hours ago

Ranbir And Farhan:রণবীর ‘ডন ৩’ করতে রাজি নন? ক্ষোভে ফারহান আনফলো করলেন ‘ধুরন্ধর’—বলিউডে শোরগোল

Ranbir  And  Farhan
Ranbir And Farhan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহানের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরেছিলেন রণবীর সিং। তা নিয়ে কম চর্চা হয়নি। যখন এই নিয়ে জল্পনা তুঙ্গে সেইসময় শোনা গিয়েছিল যে, এই ধারণা একেবারেই ভুল যে রণবীর এই ছবি থেকে সরেননি। তাঁকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে খুব স্পষ্টভাবে মুখ খোলেনি কেউই। এবার ফের আলোচনায় ‘ডন ৩’। কারণ একটাই, সব জল্পনা যখন বেশ স্তিমিত তখন সোশাল মিডিয়ায় রণবীরকে আনফলো করলেন ফারহান। আর তা নিয়েই সরগরম নেটপাড়া। ঠিক কী ঘটেছে?

হঠাৎই নেটপাড়া আবিষ্কার করে যে রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ফারহান। যদিও ‘ডিরেকটর সাহাব’কে যে এখনও রণবীর ফলো করছেন সেটাও নজরে পড়েছে সকলের। গুঞ্জন ‘ডন ৩’ থেকে রণবীর সরে দাঁড়ানোর পরই নাকি ফারহান আর রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছিল। এবার সেই দূরত্ব বাড়ার প্রমাণ মিলল হাতেনাতে। যদিও অতীতের এই ঘটনার জন্যই ফারহান পর্দার ‘খিলজি’কে সোশাল মিডিয়ায় অনুসরণ করা বন্ধ করলেন কিনা তা আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে সকলেই মনে করছেন ‘ডন ৩’ করতে রণবীর রাজি না হওয়াতেই রেগেমেগে তাঁকে আনফলো করেছেন ফারহান।বলে রাখা ভালো, ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনও রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। বছরশেষে সেই ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর। আর তাতেই শুরু হয় নতুন জল্পনা।

You might also like!