পাটনা, ১৬ অক্টোবর : বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় নিয়ে আশাবাদী বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, "বিহার নির্বাচনে এনডিএ যে গতি পেয়েছে, তা স্পষ্টভাবে দৃশ্যমান। অন্যদিকে, মহাজোটের ভেতরেও দ্বন্দ্ব রয়েছে। লালু প্রসাদ যাদবের বিরুদ্ধেও স্লোগান তোলা হচ্ছে।"
অনুরাগ আরও বলেন, "এনডিএ প্রার্থীদের দিকে তাকান; অনেক তরুণ প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে, যাতে বিহারের তরুণদের জন্য এনডিএ সরকার গঠন করা যায়। অন্যদিকে, জঙ্গলরাজের মানুষ শক্তিশালী এবং গুন্ডাদের ছেলেদের টিকিট দিয়েছে। লালু প্রসাদ যাদব কি বিহারে জঙ্গলরাজ ফিরিয়ে আনার কথা ভাবছেন? বিহারের মানুষ কখনই এটা মেনে নেবে না। বিহারের মানুষ উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চায়।"