কলকাতা, ১২ অক্টোবর : রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণে, এমনটাই পূর্বাভাস। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং মাঝেমাঝে বজ্রপাত হতে পারে। আপাতত সোমবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে। তারপর আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তারপর উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।
হাওয়া অফিস বলছে, রবিবার থেকে বর্ষা বিদায় নেবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শুরু থেকেই বাংলা থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে। আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার বাংলায় বর্ষা বিদায় পশ্চিমের জেলা থেকে। গুজরাট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আগামী কয়েকদিনে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে।