দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ‘গণধর্ষণের’ চাঞ্চল্যকর ঘটনায় এবার মামলা দায়ের হলো কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের (বা মেডিক্যাল কলেজের) পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা করা হয়েছে।
কলেজের তরফে জানানো হয়েছে, এখন কলেজে পরীক্ষা চলছে। অথচ, ঘটনার পর থেকে কলেজের বাইরে বহু মানুষের জমায়েত হচ্ছে। এ বিষয়ে হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে মঙ্গলবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ওই কর্মসূচিতে থাকার কথা। আগামী ১৯ তারিখ পর্যন্ত ধর্না চালিয়ে যেতে চেয়ে বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। দুপুর ২টোয় ওই মামলার শুনানির সম্ভাবনা।নির্যাতিতা ছাত্রী ওড়িশার বাসিন্দা। দুর্গাপুরের এক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি। অভিযোগ, গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে তিনি নির্যাতনের শিকার হন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। রবিবার তাঁদের আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে রবিবার রাতে এবং সোমবার বেলার দিকে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া ‘নির্যাতিতা’র এক সহপাঠীও আটক রয়েছেন। মঙ্গলবারই দুর্গাপুর মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার কথা ‘নির্যাতিতা’ তরুণীর। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণীর সঙ্গে ফোনে কথা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর। তাঁর দফতর থেকে জানানো হয়েছে, দুর্গাপুরকাণ্ডে দ্রুত সুবিচারের জন্য সর্বস্তর থেকে চাপ তৈরি করা হবে বলে নির্যাতিতার পরিবারকে আশ্বাস দিয়েছেন মোহনচরণ।