দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবার নতুন ভূমিকায় বলিউডের তারকা দীপিকা পাড়ুকোন। তিনি দেশের মেটা এআই-র নতুন কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে নিজের নতুন জার্নি নিয়ে দীপিকা লেখেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়।এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে এ এক নতুন প্রাপ্তি এবং তা যে নায়িকা বেশ উপভোগ করছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাঁকে এই ভূমিকায় দেখা যাবে। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে শর্ত আরোপ করে সমালোচনার শিকার হয়েছেন দীপিকা তবে সেসবে একেবারেই কর্ণপাত করেননি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি।
আট ঘণ্টা কাজের দাবি জানাতে গিয়ে ‘ভাঙ্গার’ ছবিতে বাদ পড়েছিলেন দীপিকা। পরে তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ পড়েন। সম্প্রতি এই নীরবতা ভেঙে বলিউডের ‘দ্বিচারিতা’ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন দীপিকা। আট ঘণ্টার শিফটে কাজ করা নিয়ে যে আলোচনা তা নিয়ে দীপিকা বলেছেন, “আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।” উল্লেখ্য, আগামীতে শাহরুখের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে দীপিকাকে। ‘কিং’ ছবিতে তিনি অভিনয় করছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন সুহনা।