Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Entertainment

3 hours ago

Kriti Sanon: প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস গড়লেন কৃতি—মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত স্পষ্ট বার্তা দিলেন অভিনেত্রী!

Bollywood actress  Kriti Sanon
Bollywood actress Kriti Sanon

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। হাতে রয়েছে একগুচ্ছ নতুন প্রকল্প। তার আগেই বিদেশের মাটিতে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫-এ প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কৃতি। বিশ্বের দরবারে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে তৈরি করলেন এক বিশেষ নজির। 

এই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কৃতি বলেন, “সারা বিশ্বে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক মহিলাই। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছব্রিয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে মহিলাদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। মনে রাখবেন পরিবারের মহিলা সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সকলের যত্ন নিতে পারবেন। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাঁদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।” 

ইঞ্জিনিয়ারিং পাশ করার পরই বলিউডে পা রেখেছেন কৃতি স্যানন। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি নিজের ব্যবসায়ও তিনি সক্রিয়। এক কথায়, একসাথে একাধিক ভূমিকায় সফলভাবে কাজ করেন কৃতি। সামনেই পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় ধনুশের সঙ্গে রোম্যান্টিক ঘরানার ছবি ‘তেরে ইশক মে’-তে অভিনয় করছেন তিনি, যা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে। এর আগে নতুন দায়িত্বে নিজেকে প্রমাণ করে বিদেশের মাটিতে নতুন নজির স্থাপন করেছেন কৃতি, সমাজের প্রতি একজন শিল্পীর দায়বদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছেন।

You might also like!