Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Entertainment

4 hours ago

Celebrity Gossip: বউয়ের পেটে হাত বুলিয়ে কী বোঝালেন জাহির? সোনাক্ষীর প্রেগন্যান্সি গুঞ্জনে ধরা পড়ল মজার মুহূর্ত!

Zaheer Iqbal teases Sonakshi Sinha
Zaheer Iqbal teases Sonakshi Sinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন। সেই ফ্যাশন শোর ভিডিয়ো দেখে অনুরাগীরা অনুমান করতে শুরু করেন যে সোনাক্ষী প্রেগন্যান্ট হতে পারেন। এবার জাহির ও সোনাক্ষীর আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে জাহিরকে সোনাক্ষীর প্রেগন্যান্সি গুঞ্জন নিয়ে মজা করতে দেখা যাচ্ছে।  

এমনিতেই সুযোগ পেলে বউয়ের পিছনে লাগার সুবিধা ছাড়েন না জাহির। এবার যেমন রমেশ তুরানির  দিওয়ালি পার্টিতে পৌঁছে এক কাণ্ড করে বসলেন তিনি। ভিডিয়োতে জাহির ও সোনাক্ষীকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। তখনই জাহির বউয়ের পেটে হাত রেখে বলে ওঠেন, ‘আসল সোনা’। এতে সোনাক্ষী হতবাক হয়ে পড়েন। এরপর বউকে প্রচ্ছন্ন ধমক দিয়ে হেসে ওঠেন। জাহির তারপর জানান যে, তিনি মজা করছিলেন।  ভক্তরা জাহির ও সোনাক্ষীর এই ভিডিয়ো দেখে ভীষণ মজা পেয়েছেন। একজন ইউজার লেখেন, ‘এই দুজনের জুটি ভীষণ সুন্দর’। আরেকজন ইউজার লেখেন, ‘কে জানে জাহির হয়তো সত্যি কথাই বলছে। তারকাদের বিশ্বাস করবেন না’। তৃতীয়জন লিখেছেন, ‘এদের প্র্যাঙ্কগুলো সত্যিই মজাদার হয়’।  

২০২৪ সালের ২৩ জুন, সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল তাঁদের বাড়িতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনি কাগজপত্রে সই করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেইদিনই রাতে মুম্বইয়ের বাস্তিয়ানে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়। কাজের দিক থেকে, সোনাক্ষীকে শেষবার নিকিতা রায়ের ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি নভেম্বরে ঘোষিত ‘দা-বাং: দ্য ট্যুর রিলোডেড টু কাতার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই গ্র্যান্ড কনসার্ট ১৪ নভেম্বর ২০২৫-এ দোহা, এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে, যেখানে সঙ্গীত, নৃত্য এবং বলিউডের চমকপূর্ণ পারফরমেন্স-র মাধ্যমে দর্শকদের জন্য এক দুর্দান্ত শো উপস্থাপন করা হবে। 

You might also like!