নয়াদিল্লি, ২৩ আগস্ট : আগামী ২-৪ সেপ্টেম্বর নতুন দিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত হবে সেমিকন ইন্ডিয়া ২০২৫। ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করবেন। ভারতের বৃহত্তম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শো ২ থেকে ৪ সেপ্টেম্বর যশোভূমিতে অনুষ্ঠিত হবে।
সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ ৩৩টি দেশ, ৫০-এর বেশি গ্লোবাল সিএক্সও, ৩৫০ জন প্রদর্শক এবং ৫০-এর বেশি দূরদর্শী গ্লোবাল বক্তাকে স্বাগত জানাবে ভারত। স্থানীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্প্রসারণ এবং শিল্প প্রবণতা তুলে ধরার জন্য এই ইভেন্ট আয়োজিত হতে চলেছে। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি সর্বাধিক করার জন্য এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের নীতিগুলি তুলে ধরার জন্য সেমিকন ইন্ডিয়া ২০২৫ ডিজাইন করা হয়েছে।