Life Style News

3 hours ago

AI and unemployment:কর্মক্ষেত্রে এআই-এর দাপট! মানুষ কি সত্যিই কর্মহীন হয়ে পড়বে?

AI in the workplace
AI in the workplace

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :এআই আসার পর থেকেই চাকরির বাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই প্রযুক্তি শুধু যন্ত্রের কাজই নয়, মানুষের মতো চিন্তাভাবনার কাজও করছে সমান দক্ষতায়। অফিস প্রেজ়েন্টেশন বানানো থেকে জরুরি ইমেল লেখা, সমস্যার সমাধান দেওয়া থেকে প্রশ্নের উত্তরসবই মুহূর্তে করে ফেলছে এআই। শুধু তাই নয়, এখন নিজে সিদ্ধান্তও নিচ্ছে এবং অনেক সৃষ্টিশীল কাজও অনায়াসে সম্পন্ন করছে। নানা ভাষা বুঝতে পারছে, এমনকি না বলা অনেক কথাও ধরতে পারছে ঠিক যেমনটা বোঝে মানুষের মস্তিষ্ক

এআই প্রযুক্তির এমন নিত্যনতুন ক্ষমতা যত জানা যাচ্ছে, ততই বাড়ছে চিন্তা। স্বাভাবিক। কারণ, আগে যে কাজের জন্য যন্ত্রের পাশাপাশি মানুষের ভাবনা-চিন্তারও দরকার পড়তো, আর তা প্রয়োজন হচ্ছে না। পরিশ্রম কমিয়ে দিচ্ছে এআইদূরদর্শীরা তাই ভবিষ্যদ্বাণী করেছেন, অচিরেই লাখো মানুষ চাকরি হারাতে চলেছেন এআইয়ের দৌলতে। কিন্তু সত্যিই কি এআই মানুষের চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে? তাই যদি হবে, তবে কি জেনে শুনেই নিজের সর্বনাশ নিজেরা ডেকে আনল মানবজাতি?

এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, এআই অনেক কাজ পারে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এআই অনেক কিছু পারে না-ও বটে। মানুষ এআইকে কিছু ক্ষমতা যেমন দিয়েছে, তেমনই কিছু ক্ষমতা দেয়নিও। সেগুলি কী?

১। আবেগ অনুভূতিহীন এআই। সে কাজ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান, আবেগ, অনুভূতি যেমন মস্তিষ্ককে প্রতি মুহূর্তে বদলাতে থাকে, যার উপর নির্ভর করে অনেক সিদ্ধান্তও, এআই তা পারে না।

২। অন্তর্দৃষ্টি নেই। সে ক্ষমতা আছে মস্তিষ্কের। কোনও বিষয়কে চোখে দেখার বা কানে শোনার সঙ্গে সঙ্গে অনুমান এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেয় মস্তিষ্কএআই সেখানে পিছিয়ে যাবে।

৩। সাধারণ জ্ঞানের ভিত্তিতে কোনও পরিস্থিতি বা ঘটনাতে বিচার বিশ্লেষণের ক্ষমতাও নেই এআইয়ের

৪। সামাজিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে জরুরি সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত বদলে ফেলার যে ক্ষমতা মানুষের রয়েছে, তা-ও এআইয়ের পক্ষে তৈরি করা সম্ভব নয়

৫। যেহেতু এআই আবেগ-অনুভূতিহীন, তাই তার মানবিকতা বোধও নেই। নেই নীতি বোধ। যেকোনও বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময়েই শুধু তথ্য যথেষ্ট হয় না। সহানুভূতি, মূল্যবোধ, নীতিবোধও এক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়এআইয়ের পক্ষে তা করা সম্ভব নয়।

৬। প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য এআই তার গোটা বিশ্বের সমস্ত সার্ভারে যে ভাবে খোঁজ খবর চালায়, তার জন্য দরকার পরে প্রচুর শক্তির। সেই শক্তির যোগান দেওয়াও চিন্তার বিষয়। মানব মস্তিষ্কের সেই চিন্তা নেই।

You might also like!