Festival and celebrations

3 hours ago

Puja fashion 2025:ফ্যাশন স্টেটমেন্ট শুরু হোক ব্যাগ দিয়েই, পুজোয় বেছে নিন নতুন ট্রেন্ড

fashion statement with bag
fashion statement with bag

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :যাঁদের দিনভর ঘরে-বাইরে ছুটোছুটি, তাঁদের কাছে ব্যাগ কেবল প্রয়োজন নয়, বরং নিত্যসঙ্গীবাড়ি থেকে বেরোলেই কখনও পিঠে ঝোলানো ব্যাগ, কখনও হাতে ল্যাপটপ ব্যাগ, আবার কখনও বা কাঁধে বড়সড় অফিস ব্যাগএইসব নিয়েই কেটে যায় সারা বছর। তবে শারদোৎসবের চারটে দিন একেবারেই আলাদা। ওই ক’দিনে সাজপোশাকের মতো ফ্যাশন অ্যাক্সেসরিতেও থাকে বাড়তি যত্ন। আর যারা ব্যাগপ্রেমী, তাঁদের কাছে পুজো মানেই রকমারি ব্যাগে স্টাইল দেখানোর বাড়তি সুযোগ। তাই তাঁদের জন্য রইল বিশেষ কিছু টিপস।

বছর কয়েক ধরেই ফ্যাশনে বেশ ইন রাউন্ড ব্যাগ। জুট হোক কিংবা প্রিন্টেড পিস দারুণ চাহিদা। একটা স্ট্রিং যুক্ত রাউন্ড ব্যাগ ক্রস করে নিলে বেশ অন্যরকম লাগে। আর নিজেরও বেশ সুবিধা হয়। ব্যাগের হাতল ধরার বালাই নেই, দুটো হাত একদম ফ্রি! পশ্চিমি পোশাক তো বটেই, ইন্দো-ওয়েস্টার্নের সঙ্গে দারুণ লাগে এই গোল ছোট ব্যাগ। মূলত জুটের রাউন্ড ব্যাগই বেশি ফ্যাশনেবল। তবে ইদানিং প্রিন্টেড পিসেও তা তৈরি হচ্ছে। দামও বাজেটের মধ্যে। আপনার ওয়ার্ড্রোবে যদি এই ব্যাগ না থাকে, তাহলে পুজোর আগে কিনেই ফেলুনকালেকশনের কদর বাড়বে বই কমবে না।

রাউন্ড ব্যাগ যাদের পছন্দ নয়, তারা সহজে তুলে নিন লম্বা স্ট্রিংওয়ালা লম্বাটে ব্যাগ। মাল্টিকালার কিংবা একরঙা যে কোনও ধরনের ব্যাগই আপনার স্টাইলে নতুন ছোঁয়া এনে দেবেই। একটা ফোন বা টাকাপয়সা রাখার জন্য বেশ ভালো। আবার একটু বড় ব্যাগ চাইলে তাও পাবেন রকমারিলেদার কিংবা বোহো, কটন বা সিল্কে যে কোনও উপাদানে তৈরি এসব ছোট-বড়-মাঝারি ব্যাগই আপনার যাতায়াতের সঙ্গী হতে পারে। তবে এসব ব্যাগ কেনার সময় খেয়াল রাখবেন রঙের দিকে। একটু ডার্ক রং হলেই সবচেয়ে ভালো হয়। আর রং অপছন্দ হলে একেবারে সাদা ব্যাগ নিন।

এছাড়াও রয়েছে হিপ্পি-স্টাইলের বোহেম ব্যাগ। বস্ত্রের উপর পুঁতি, চুমকি, কাচ বা ঝালর দিয়ে অসামান্য নকশা করা একেকটা ব্যাগের একেকরকম রূপ! কোনটা ছেড়ে কোনটা দেখবেন? এসব ব্যাগের দাম যদিও একটু বেশি, কিন্তু কালেকশনে রাখলেই আপনার স্টাইল স্টেটমেন্টের প্রশংসা একেবারে বাঁধা!

এর বাইরে আজকাল ছোট হাতলের ব্যাগও ফ্যাশনে ইনকাঁধে নয়, হাতেও নয়কবজি বা কনুইয়ে নিয়ে বেরিয়ে পড়লেই হলএটা শুধু ছোট ব্যাগেই নয়, বড় ব্যাগেও এই ছোট হাতল মানানসইপোশাকের সঙ্গে মিলিয়ে একরঙা ব্যাগই আপনাকে ভিড়ের মাঝে করে তুলবে অনন্যতাহলে আর দেরি কেন? পুজো স্পেশাল ব্যাগের কালেকশন নিয়ে এখনই ভাবনাচিন্তা শুরু করে দিন।

You might also like!