নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় সোমবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান চালাচ্ছে। সবমিলিয়ে মোট ২২টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনআইএ। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার জানগাম এলাকাতেও চলছে তল্লাশি। ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এনআইএ সূত্রের খবর, এই মামলাটি সন্দেহভাজন সন্ত্রাসী যোগসূত্র এবং জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কার্যকলাপের চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত।