Country

4 hours ago

Kerala Weather: ২৭ মে কেরলে বর্ষা আগমনের সম্ভাবনা, দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে

Monsoon likely to reach Kerala (Symbolic picture)
Monsoon likely to reach Kerala (Symbolic picture)

 

নয়াদিল্লি, ২০ মে : কেরলে এই বছর বর্ষা ঢুকতে পারে আগামী ২৭ মে। ইতিমধ্যেই প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে আগামী ৪ দিন তেলেঙ্গানার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তেলেঙ্গানায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ২৭ মে নাগাদ কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাত চলবে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতেও। কর্ণাটকের জন্য কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় কর্ণাটক এবং তামিলনাড়ুর সংলগ্ন অঞ্চলগুলির জন্য লাল সতর্কতা জারি রয়েছে। গোয়ায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডি জানিয়েছে, এটি প্রাক-বর্ষার ভারী বৃষ্টিপাত।


You might also like!