West Bengal

7 hours ago

Nadia Accident: পথদুর্ঘটনা নদিয়ার করিমপুরে, মৃত ৫

Nadia Accident
Nadia Accident

 

নদিয়া, ২০ মে : মঙ্গলবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা নদিয়ার করিমপুরে। এ দিন মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরগামী একটি ইকোগাড়ি করিমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় গাছে। ইকো গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বেসরকারি বাস। এই ঘটনায় ইকোগাড়িটির চালক-সহ সেই গাড়িতে থাকা মোট ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা। এই লেখা পর্যন্ত তাঁদের নাম, পরিচয় জানা সম্ভব হয়নি। আহত ওই বেসরকারি বাসের একাধিক যাত্রীও। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে ইকোগাড়ি থেকে দেহগুলি বার করা হয়েছে এবং সেগুলি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। বেসরকারি বাসের গতিবেগ বেশি ছিল বলে দাবি কয়েকজন প্রত্যক্ষদর্শীর। ঘটনার সময় ইকোগাড়ি এবং বাসটির গতিবেগ কত ছিল, কোনও রেষারেষির বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!