Country

1 hour ago

Beating Retreat 2026: বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে 'বন্দে মাতরম্'-এর পরিবেশনা সমাজ মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

PM shares glimpses from Beating Retreat 2026
PM shares glimpses from Beating Retreat 2026

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের উদযাপনের সমাপ্তি হিসাবে দিল্লির বিজয় চকে যে 'বিটিং দ্য রিট্রিট' এর অনুষ্ঠান হয়, সেখানে পরিবেশিত হয়েছে 'বন্দে মাতরম্' এর সুর। এই অনুষ্ঠানের 'বন্দে মাতরম্' এর পরিবেশনার অংশটি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে সেই পোস্ট সমাজ মাধ্যমে তুলে ধরে তিনি বলেছেন, যখন আমরা 'বন্দে মাতরম্'-এর ১৫০ বছর পূর্তি উদযাপন করছি, তখন 'বিটিং দ্য রিট্রিট ২০২৬'-এ আমাদের সশস্ত্র বাহিনীর এই পরিবেশনাটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিশিষ্টেরা।

You might also like!