Game

1 hour ago

Pakistan vs Australia: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল পাকিস্তান

Pakistan vs Australia 1st T20I
Pakistan vs Australia 1st T20I

 

লাহোর, ৩০ জানুয়ারি : দীর্ঘ ২৬৫০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের ২২ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ জানুয়ারি আর শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে দুদল টি-টোয়েন্টিতে বিশ্বকাপের উদ্দেশে রওনা হবে।

You might also like!