Country

1 day ago

Tiranga Yatra: সশস্ত্র বাহিনীর পরাক্রমকে কুর্নিশ, দিল্লিতে তিরঙ্গা যাত্রার আয়োজন

BJP took out Tiranga Yatra in Delhi
BJP took out Tiranga Yatra in Delhi

 

নয়াদিল্লি, ১৯ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুরের সাফল্যে দেশজুড়ে আয়োজিত হচ্ছে তিরঙ্গা যাত্রা। সোমবার দিল্লিতেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সামনে থেকে তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। দিল্লির ব্রিটানিয়া চক থেকে শুরু হয় 'তিরঙ্গা যাত্রা'। সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে বহু মানুষ তিরঙ্গা যাত্রায় শামিল হন। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, "যেভাবে আমাদের তিন সশস্ত্র বাহিনী সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তান সেনাকে ধ্বংস করেছে, আমরা তাঁদের সম্মানে এই যাত্রা বের করছি। এই যাত্রায় অংশ নিয়ে, জনগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কুর্নিশ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে।"

You might also like!