ভিকারাবাদ, ২০ মে : তেলেঙ্গানার ভিকারাবাদ জেলায় সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। সোমবার গভীর রাত ১.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভিকারাবাদ জেলার পারিগি থানা এলাকায়। ভিকারাবাদ জেলার পুলিশ সুপার কে নারায়ণা রেড্ডি বলেছেন, আহতদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে।