নয়াদিল্লি, ২০ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ মে রাজস্থান সফর করবেন। তিনি বিকানের যাবেন এবং সকাল ১১টা দেশনোকে করণী মাতা মন্দিরে দর্শন করবেন। প্রধানমন্ত্রী বিকানেরের পালানায় ২৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল, সড়ক, বিদ্যুৎ, জল, নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্র। প্রধানমন্ত্রী ভারতের ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় ১০৩টি পুনর্বিকশিত অমৃত স্টেশন উদ্বোধন করবেন। ২২ মে সকাল সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশন উদ্বোধন করবেন এবং বিকানের-মুম্বই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এরপর, তিনি ২৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং পালানায় একটি জনসভায় ভাষণ দেবেন।