নয়াদিল্লি, ১৮ মে : রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। রাজস্থানের পাশাপাশি উত্তর প্রদেশ ও পঞ্জাবেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে ২০ মে-র পর, অর্থাৎ ২১ ও ২২ মে নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে, বিশেষ করে রাজস্থান, উত্তর প্রদেশ এবং পঞ্জাবের মতো রাজ্যগুলিতে, কিছু জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী ৪-৫ দিন রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে, উত্তর প্রদেশেও আগামী ৩-৪ দিন তাপপ্রবাহ দেখা দেবে। দিল্লিতে ২০ মে-র পরে, ২১ অথবা ২২ মে নাগাদ হালকা বৃষ্টিপাত হতে পারে।