আহমেদাবাদ, ২০ মে : গুজরাটের আহমেদাবাদে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আহমেদাবাদের চান্দোলা লেকে অবৈধ দখলদারি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আড়াই লক্ষ বর্গমিটারেরও বেশি এলাকা থেকে অবৈধ দখলদারি অপসারণ করা হয়েছে। আহমেদাবাদের ডিসিপি রবি মোহন সাইনি বলেছেন, "চান্দোলা এলাকা থেকে অবৈধ দখল অপসারণের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু হয়েছে। ২৫টি কোম্পানি এসআরপি এবং ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এই এলাকার সমস্ত নির্মাণ অবৈধ এবং সেগুলি অপসারণ করা হচ্ছে।"
জয়েন্ট সিপি (ক্রাইম) শরদ সিংহল বলেছেন, "প্রথম পর্যায়ে কর্পোরেশন কর্তৃক প্রায় ১.৫ লক্ষ বর্গমিটার এলাকা (অবৈধ দখল) পরিষ্কার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করেছি। আজ থেকে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং জনগণও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন।"