গত ৯ দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা । আজ তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান । পুলিশ বাধা দিলে ধুন্ধুমার কাণ্ড বাঁধে ।পুলিশের ব্যারিকেড এবং বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা । পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয় । বিক্ষোভকারীরা বলেন, সরকারের দুর্নীতির দায় তারা নেবেন না ।