নয়াদিল্লি, ১৯ মে : ভারতকে বিশ্বের খাদ্য ভান্ডারে পরিণত করা লক্ষ্য কেন্দ্রের। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা এখানেই থামতে চাই না। আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করতে চাই এবং বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করতে চাই। আমাদের লক্ষ্য হল, একদিন ভারতকে বিশ্বের খাদ্যশস্যের ভাণ্ডারে পরিণত করা।"
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিকশিত ভারত অভিযান চলছে এবং এই দৃষ্টিভঙ্গির জন্য সমৃদ্ধ কৃষকদের নিয়ে একটি উন্নত কৃষিক্ষেত্র অপরিহার্য। কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড, প্রায় অর্ধেক জনসংখ্যার জীবিকা নির্বাহ করে এবং দেশের খাদ্য নিরাপত্তার ভীত তৈরি করে।" শিবরাজ আরও বলেছেন, "২০২৩-২৪ সালে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল প্রায় ১৫,৫৭.৬ লক্ষ টন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৪-২৫ সালে তা বেড়ে ১৬,৬৩.৯১ লক্ষ টন হয়েছে। ২০২৩-২৪ সালে রবি ফসলের উৎপাদন ছিল ১৬০০.০৬ লক্ষ টন, এখন তা বেড়ে ১৬৪৫.২৭ লক্ষ টন হয়েছে।"