West Bengal

8 hours ago

Dam Breaks on the Atrai River: আত্রেই নদীর বাঁধ ফের ভাঙল, বন্যার আশঙ্কায় চরম উৎকণ্ঠা

Atrei River Dam Broke
Atrei River Dam Broke

 

বালুরঘাট, ২১ মে  : ফের আতঙ্ক ছড়াল আত্রেই নদী পাড়ের গ্রামগুলিতে। মঙ্গলবার সকালে আচমকাই ভেঙে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেই নদীর ড্যামের মেরামতকৃত অংশ। ফেব্রুয়ারি মাসে প্রথমবার বাঁধ ভেঙে পড়ায় ব্যাপক জলবন্দি অবস্থা তৈরি হয়েছিল। প্রশাসনের তৎপরতায় সেই সময় শুরু হয়েছিল জরুরি ভিত্তিতে মেরামতির কাজ। কিন্তু মঙ্গলবার ফের একই অংশে ধস নামায় উদ্বেগে ভুগছেন এলাকার মানুষজন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গেই আত্রেই নদীর জলস্তর লাগাতার বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তড়িঘড়ি করে কাজ করায় বাঁধের মেরামত দীর্ঘস্থায়ী হয়নি। ফলে অল্প জলচাপেই তা ফের ভেঙে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যদি বৃষ্টিপাত এভাবে চলতে থাকে এবং নদীর জলস্তর আরও বৃদ্ধি পায়, তাহলে বাঁধের দুর্বল অংশ সম্পূর্ণ ধসে পড়তে পারে। তেমনটা হলে পার্শ্ববর্তী গ্রামগুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তর যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে নদীর ধারে থাকা মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।” উল্লেখ্য, আত্রেই নদীর বাঁধ ভাঙার ঘটনায় এর আগেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফে বারবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও, বাঁধ যে এখনও বিপজ্জনক অবস্থাতেই রয়েছে, মঙ্গলবারের ঘটনা ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

You might also like!