বীরভূম, ১৮ মে : রবিবার সকালে বীরভূমের কোর কমিটির বৈঠকে দেখা গেল অনুব্রত মণ্ডল (কেষ্ট)-কে। তাঁর বিরোধী গোষ্ঠী বলে রাজনৈতিক মহলে পরিচিত কাজল শেখকেও এদিন বৈঠকে দেখা গিয়েছে। শুক্রবারই জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদল হয়েছে। রদবদলের পর রবিবারই বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাকা হয় জেলা কোর কমিটির বৈঠক। এ দিন সেই বৈঠকে যোগ দিতে আসেন কেষ্ট, কোর কমিটির সদস্য কাজল শেখ সহ কমিটির অন্যান্য সদস্যরা।