Country

3 days ago

Colonel Sophia Qureshi: পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করেছে বলে প্রমাণ মিলেছে: কর্ণেল সোফিয়া কুরেশি

Colonel Sophia Qureshi
Colonel Sophia Qureshi

 

নয়াদিল্লি,:বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্তারপুর সাহিব করিডর আপাতত বন্ধই থাকছে। বিক্রম মিসরি বলেন, পাকিস্তান ধর্মীয় স্থানে নির্বিচারে হামলা চালিয়েছে। পুঞ্চের এক গুরুদ্বারে তারা হামলা চালায়। শুধু তাই নয়, পুঞ্চে তারা একটি চার্চ ও স্কুলেও হামলা করেছে। এই হামলায় দুজন স্কুল ছাত্র মারা যায়। তারা চেষ্টা করছে, এই সমস্ত হামলার দায়ভার ভারতের ঘাড়ে চাপিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির। এমনকি তারা হাস্যকরভাবে প্রচার করছে ভারতীয় সেনাই নাকি নিজেদের শহরে হামলা চালাচ্ছে। বিদেশ সচিব বলেন, গোটা বিশ্বকে ভুল বোঝানোর চেষ্টা ধরা পড়ে গিয়েছে। শুক্রবার বিকেলে বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ছিলেন কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। ব্যোমিকা বলেন, অসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। কর্ণেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করছে বলে প্রমাণ মিলেছে। এও জানান, ৮ এবং ৯ মে-র রাতে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বাহিনীর হামলার চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

You might also like!