Country

5 days ago

UP Road Accident: উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৩ জন

UP Road Accident
UP Road Accident

 

বিজনৌর, ৮ মে : উত্তর প্রদেশের বিজনৌর জেলাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নহটোর থানার অন্তর্গত এলাকায়। জানা গেছে , একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে , সিয়ালু নগলা গ্রামের ৩ জন বাসিন্দা নূর সাহেব (৬০), শাহিদ (৫০) ও নূর আলম (২৮) বাইকে কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রত্যেকেই পেশায় শ্রমিক ছিলেন। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।


You might also like!