Breaking News
 
Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী Kali Puja 2025: রাত ১২টায় শুরু হবে পুজো! নৈহাটির বড়মার অঞ্জলি ও ভোগ প্রসাদ বিতরণের সময়সূচি ঘোষণা Javed Akhtar: ভূ-রাজনীতি নয়, ‘বিশ্বাসঘাতকতা’! তালিবান বিদেশমন্ত্রীর অভ্যর্থনায় কেন্দ্রকে নিশানা জাভেদ আখতারের SBI: চাকরিপ্রার্থীদের সুখবর! কর্মক্ষেত্রে সমতা আনতে বড় সিদ্ধান্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’

 

Life Style News

2 years ago

Morning Rise Habits: সকালে ঘুম থেকে উঠতে পারেন না, মেনে চলুন এই কটি অভ্যাস

Morning Rise Habits
Morning Rise Habits

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি কি রাতজাগার পক্ষপাতী! সকালে একেবারেই ঘুম ভাঙে না। অফিস যেতে লেট হয়, কাজে মন বসে না! অনেক চেষ্টা করেছেন, তাও সকালে উঠতে পারছেন না। এই অভ্যাস বদলানোর উপায় বাতলে দিয়েছেন চিকিৎসকরাই। নিয়মিত কিছু জিনিস খেয়াল রাখা দরকার।

ঘুমের জায়গাটি অবশ্যই আরামদায়ক থাকা জরুরি। প্রয়োজনে, বালিশ, তোষক পাল্টে ফেলুন। ঘুমোতে যাওয়ার আগে মোবাইল, ল্যাপটপে বেশিক্ষণ তাকাবেন না। এতে ঘুমের মান খারাপ হয়। নিয়মিত মেডিটেশনে সুফল পেতে পারেন। ঘুম ভাল হবে। সকাল থেকেই ইতিবাচক মনোভাব পাবেন। নির্দিষ্ট সময়ে ঘুমোনোর অভ্যাস করা উচিত। তা হলেই নির্দিষ্ট সময় ঘুম ভাঙবে। খাদ্যাভ্যাসের দিকেও নজর রাখা উছচিত। ব্রেকফাস্টের খাবার যেন, স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয়। খালি পেটে এক গ্লাস জল পান করবেন। এতে দিনে শরীরে জলের ভারসাম্য বজায় থাকবে।

You might also like!