Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Vastu Dosh: বেডরুমে এই জিনিসগুলি থাকলে বাড়বে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি! কোনগুলি?

Vastu Dosh (File Picture)
Vastu Dosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যেন লেগেই থাকে। তাঁরা চেষ্টা করেও যেন পরস্পরের সঙ্গে মানিয়ে চলতে পারেন না। বাস্তুশাস্ত্র বলছে যে বেডরুমে এই জিনিসগুলি থাকলে তার ফলে সংসারে ঝামেলা বেড়েই যাবে। এখনই সেগুলি সরিয়ে ফেলুন।

ফাটা আয়না

আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে, তাহলে আগে বাড়ির সব আয়না পরীক্ষা করুন। আয়নায় ফাটল বা ক্র্যাক থাকলে তার অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে। ড্রেসিং টেবিলের আয়না হোক বা ওয়াশ বেসিনের, আয়নায় ফাটল থাকে তা নেগেটিভ এনার্জি বিস্তার করে। আয়না ফেটে গেলে তা সঙ্গে সঙ্গে পালটে নেওয়া জরুরি। যত তাড়াতাড়ি আপনি এটা করবেন, ততই তা আপনার জন্য ভালো হবে।

লাভবার্ড

সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিক্ততা ও মনোমালিন্য চরম আকার নেয়, তাহলে একজোড়া লাভ বার্ডের ছবি বা মূর্তি বেডরুমে রাখুন। খাটের পাশের টেবিলে লাভ বার্ড রাখতে পারেন। বাস্তু অনুসারে বেডরুমে লাভবার্ড রাখা অত্যন্ত শুভ। কাঁচ, পোর্সেলিন বা টেরাকোটার তৈরি লাভ বার্ড রাখতে পারেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা বাড়বে এবং তাঁর একে অন্যের খেয়াল রাখা শুরু করবেন।

বৈদ্যুতিন সামগ্রী

বেডরুমে বৈদ্যুতিন সামগ্রী যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন। বিশেষ করে টিভি, কম্পিউটার বা ল্যাপটপের মতো জিনিস বেডরুমে না রাখাই ভালো। বাস্তু অনুসারে এই সব জিনিসগুলি বেডরুমে থাকলে তা সুখী দাম্পত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

খাটের নীচে বাতিল জিনিস

অনেক বাড়িতেই খাটের নীচে রাজ্যের বাতিল ও অপ্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয়। বাতিল ও অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে অকারণ জমিয়ে না রেখে ফেলে দিন বা কাউকে দিয়ে দিন। খাটের নীচের বেকার সামগ্রী জমিয়ে রাখলে তা আপনাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

You might also like!