কলকাতা, ২০ মে,: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা নিচ্ছে টাস্ক ফোর্স। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ টাস্ক ফোর্সের সদস্যরা পূর্বাঞ্চলীয় গোয়েন্দা শাখা (ই বি)-র আধিকারিকদের সঙ্গে যৌথভাবে অভিযান চালান কলকাতার মানিকতলা বাজারে। পর্যবেক্ষণ করা হয় শাকসবজি, মাছ, ডিম, মসলা ও ফলের দাম। টাস্ক ফোর্সের সদস্যরা জানান, বাজার পরিদর্শনের সময় বিক্রেতারা একটি নির্দিষ্ট দাম বললেও পরিদর্শনের পরপরই অনেক ক্ষেত্রে সেই দাম বেড়ে যাচ্ছে। এই প্রবণতা রুখতেই প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, যুদ্ধ পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে দামের উর্ধ্বগতি হয়েছে ঠিকই, তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অভ্যন্তরে বাজারে মূল্যবৃদ্ধি যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে জানান, “এই অভিযান কোনও বিক্রেতার উপর চাপ সৃষ্টি করার জন্য নয়, বরং বাজারে যাতে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় থাকে, তার জন্যই এই তৎপরতা।” তিনি আরও বলেন, “নিয়মিত বাজার পরিদর্শনের ফলে পণ্যের দাম অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।”
মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদকও জানান, ই বি এবং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চালানো হয়। ফলে মানিকতলা বাজারে তুলনামূলক ভাবে অন্যান্য বাজারের তুলনায় দাম অনেকটাই স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজারে অভিযান শেষ করার পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও পরিদর্শনে যায়। সেখানেও একই ভাবে সমস্ত পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান জারি থাকবে, যাতে সাধারণ মানুষ বাজারে স্বস্তিতে কেনাকাটা করতে পারেন এবং কোনওভাবেই মুনাফাখোর ব্যবসায়ীরা অযৌক্তিক দামের সুযোগ না নিতে পারেন।