Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Venezuela and Guyana: ভারত ভেনেজুয়েলা এবং গায়ানার উন্নয়ন পর্যবেক্ষণ করছে : বিদেশ মন্ত্রক

India monitoring developments in Venezuela and Guyana: External Affairs Ministry
India monitoring developments in Venezuela and Guyana: External Affairs Ministry

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: ভারত ভেনেজুয়েলা এবং গায়ানার উন্নয়ন পর্যবেক্ষণ করছে, মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও গায়ানার মধ্যে যে সীমান্ত বিরোধ সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে সেদিকে নজর রাখছে ভারত।

বিদেশ মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, তাঁরা বিশ্বাস করে যে এই সমস্যাটির শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত এবং উত্তেজনাপূর্ণ পদক্ষেপ এড়ানো উচিত। উত্তেজনা কমাতে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রক মঙ্গলবার একটি বিবৃতি জারি করেছে। বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে চলা মামলাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে বিবেচনা করা হচ্ছে।

ভেনেজুয়েলা এবং গায়ানার মধ্যে বিবাদের মূল কারণ হল, গায়ানার ঘন জঙ্গলযুক্ত এসিকুইবো অঞ্চল, যেটিকে ভেনেজুয়েলা তার এলাকা বলে দাবি করছে। ভেনেজুয়েলা গায়ানার দুই-তৃতীয়াংশ দাবি করছে, এই নিয়েই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এজন্য সেখানে গণভোট করা হয়েছে। ভেনিজুয়েলা সরকার দাবি করেছে যে ভোটে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ এই দাবিকে সমর্থন করে এই পদক্ষেপকে সমর্থন করেছে। বিরোধের বর্তমান কারণ হল এসিকুইবো অঞ্চল সংলগ্ন সমুদ্র এলাকা, যেখানে গত কয়েক বছরে প্রচুর তেল মজুত থাকার খোঁজ পাওয়া গিয়েছে। এটিকে বছরের পর বছর ধরে গায়ানার অর্থনৈতিক অগ্রগতির দিকে পরিচালিত করেছে। এলাকার দাবির পাশাপাশি, ভেনিজুয়েলা এই তেলক্ষেত্রগুলির উপরও অধিকার পাবে বলে তারা জানিয়েছে।

You might also like!