Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 hour ago

lip care routine for Men: ধূমপানের জন্য ঠোঁটে কালচে ছোপ? কয়েকটি নিয়ম মানলেই মসৃণ ঠোঁট পাবেন পুরুষরাও!

Man black lips, smoker.effects of smoking
Man black lips, smoker.effects of smoking

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শরীরের অন্যান্য অংশের মতো ঠোঁটেরও সঠিক যত্ন নেওয়া জরুরি। যত্নের অভাবে ঠোঁট শুষ্ক ও ফেটে যেতে পারে, এমনকি রক্তপাতও হতে পারে। নরম রাখার জন্য অনেকেই বাজারে পাওয়া পণ্যের ওপর নির্ভর করেন, যা প্রায়শই রাসায়নিক মিশ্রিত থাকে। অধিকাংশ পুরুষই ঠোঁটের যত্নের দিকে খেয়াল রাখেন না, যার ফলে ঠোঁটে কালচে দাগ পড়ে যায়। বিশেষ করে যারা অতিরিক্ত ধূমপান করেন, তাদের ঠোঁটে দাগ বেশি দেখা যায়। অথচ নিয়মিত ও সামান্য পরিচর্যায় ঠোঁটকে নরম, মসৃণ এবং সুস্থ রাখা সম্ভব।

ঠোঁটের যত্ন নিতে কী কী করবেন?

১) প্রথমত ঘন ঘন ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ানোর অভ্যাস ছাড়তে হবে। ঠোঁটের ত্বক শুকিয়ে গেলে চামড়া টেনে তোলার অভ্যাসও ছাড়ুন। এতে ঠোঁটের ত্বক আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে।

২) প্রতি রাতে শোওয়ার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

৩) এক চামচ মধু, এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে রাখুন। রাতে শোয়ার আগে এই মিশ্রণ অল্প করে নিয়ে ঠোঁটে ঘষতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধূমপানের কারণে ঠোঁটে যে কালচে দাগছোপ পড়ে যায়, এই স্ক্রাব ব্যবহারে তা উঠে যাবে।

৪) বাজারচলতি লিপ বামে অনেক রাসায়নিক থাকে। বাড়িতেই বানিয়ে নিন ভেষজ লিপ বাম। একটি পাত্রের মধ্যে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে নিয়ে গরম করতে হবে। গরম হয়ে গেলে, দু’টি উপাদানই মিশে গিয়ে একই রকম ঘনত্বের হয়ে যাবে। এ বার এই মিশ্রণকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছোট কাচের শিশিতে ভরে রাখুন। এটি প্রতি দিন ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকবে।

You might also like!