Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Hezbollah's rocket attacks on Israel:ইজরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর, পালটা আঘাট লেবাননে

Hezbollah's rocket attacks on Israel
Hezbollah's rocket attacks on Israel

 

তেল আবিব-লেবানন, ১৯ অক্টোবর  : ইজরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। কিরিয়াত শমোনাসহ আশপাশের এলাকাগুলোয় এ হামলা করা হয়। বৃহস্পতিবার ভোরে ইজরায়েল পালটা লেবাননে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, উত্তর ইজরায়েলের তেল তুমরুস এলাকায় লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর আমাদের সৈন্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করে। উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত শমোনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্তত ৯টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এ সময় এলাকাগুলোয় সাইরেন বাজছিল।

বিবৃতিতে আরও বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটগুলোর চারটিকে বাধা দিতে সক্ষম হয়েছে ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বাকিগুলোর মধ্যে একটি কিরিয়াত শমোনা এলাকা পড়েছে, সেখানে কেউ হতাহত হননি।

উত্তরাঞ্চলীয় শহর মেটুলা, মালকিয়া ও মানারা শহরে কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। এ হামলায় ইজরায়েলিদের মধ্যে হতাহত হয়েছে কিনা তথ্য দেয়নি আইডিএফ।

এদিকে, লেবাননের আল মায়াদিন টিভি স্টেশন জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে লেবাননে দুটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলি কাফর শুবা ও ওদাইসেহের কাছাকাছি একটি অঞ্চলে নিক্ষেপ করা হয়। এ দুটি শহর ইসরায়েলি সীমান্তের কাছে লেবাননের দক্ষিণ অংশে অবস্থিত। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য দেয়নি আল মায়াদিন।

You might also like!