কলকাতা, ১১ অক্টোবর : রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। পরে অবশ্য খুলেও দেওয়া হয়েছে। রবিবারও বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। আগেই জানানো হয়েছিল, দ্বিতীয় হুগলি সেতুতে শনিবার ও রবিবার ২ দিন যান চলাচল সাময়িকের জন্য বন্ধ রাখা হবে। সেই মতো শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয় শহরের অন্যতম ব্যস্ত এই সেতু। একইসঙ্গে আগামীকাল দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্তও পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সময় গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।