Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Khalistani threat: খলিস্তানি হুমকির পর বিমানের নিরাপত্তা বাড়াল কানাডা

Canada beefs up flight security after Khalistani threat
Canada beefs up flight security after Khalistani threat

 

অটোয়া, ১০ নভেম্বর  : বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়েছে।খলিস্তানি জঙ্গি নেতার এয়ার ইন্দিয়ার বিমানে হামলার হুমকির পর এমনটাই জানিয়েছে কানাডা প্রশাসন । প্রশাসনের তরফে বলা হয়েছে কোনওরকম হামলার হুমকি পেলেই সেটা রুখতে চাইছে কানাড।

প্রসঙ্গত সম্প্রতি একটি ভিডিওতে খলিস্তানি জঙ্গি নেতার গুরপতওয়ান্ত সিং পান্নুন বলেন, ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়া হবে। খলিস্তানি নেতার এই মন্তব্যে উসকে দেয় ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসের স্মৃতি। পান্নুনের ভিডিও ভাইরাল হওয়ার কয়েকদিন পরে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কানাডার পরিবহনমন্ত্রীর দফতর। মন্ত্রীর মুখপাত্র জানান, “বিমান পরিবহণের ক্ষেত্রে যেকোনও হুমকিকেই আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। গত কয়েকদিনে যেসমস্ত হুমকির কথা প্রকাশ্যে এসেছে সেগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

অন্যদিকে, এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আসতেই কানাডায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা বলেন, পান্নুনের এই বার্তা গুরুতর অপরাধের সমান। এই ক্ষেত্রে কানাডা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। প্রাণ সংকট হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের দিন ওয়ার্ল্ড টেরর কাপ খেলা হবে।

উল্লেখ্য, ১৯৮৪ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশেই খলিস্তানপন্থীদের বিরুদ্ধে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার হয়েছিল। সেখানে খতম হয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা ভিন্ডেরওয়াল। এর পরের বছর ১৯৮৫ সালে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক। যার নেপথ্যে ছিল খলিস্তানি সংগঠন ‘বব্বর খালসা’। এবার সেই ভয়ঙ্কর দিন ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিলেন পান্নুন। তাও আবার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী ১৯ নভেম্বরেই।

You might also like!