Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Entertainment

1 week ago

Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির!

Shots were fired at comedian Kapil Sharma's Kap's Cafe in Canada late on Wednesday
Shots were fired at comedian Kapil Sharma's Kap's Cafe in Canada late on Wednesday

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রখ্যাত কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফেতে বুধবার রাতে চলল গুলিবর্ষণ। আচমকা ক্যাফেতে বন্দুকবাজের হামলায় নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।  বুধবার রাতে এই হামলা চলে। তবে এই ঘটনায় সৌভাগ্যবশত কেউ হতাহত না হলেও, ঘটনায় উদ্বেগ ছড়াল আন্তর্জাতিক মঞ্চে। হামলার দায় নিয়েছে  নীতি আয়োগের 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি, যিনি বব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, হামলার দায় স্বীকার করে লাড্ডি জানিয়েছেন, কপিল শর্মার অতীতের একটি মন্তব্যের জন্য এই হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায়  কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। 


এই হামলা আবারও প্রমাণ করে দিল, কানাডার মাটিতে খলিস্তানি সংগঠনগুলির তৎপরতা কতটা বিপজ্জনক হয়ে উঠছে। সম্প্রতি কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন এসেছে। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দেন। জি-৭ বৈঠকে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিও ছিল সেই সদিচ্ছার প্রকাশ। অথচ, তারই মাঝে এই হামলা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। অপরদিকে হরজিত সিং লাড্ডি শুধু একটি চরমপন্থী সংগঠনের সদস্য নন, ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একজন জঙ্গি। বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কানাডা সহ একাধিক দেশে সে সক্রিয় রয়েছে বলেই ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি।

প্রসঙ্গত উল্লেখ্য, কানাডায় কপিল ও তাঁর স্ত্রী গিন্নি চত্রথের বহুদিনের স্বপ্ন ছিল নিজেদের একটি ক্যাফে খোলা। সম্প্রতি সেই স্বপ্ন পূরণ করে ‘Caps Café’ নামে একটি রঙিন, আভিজাত্যে মোড়া খাবারের দোকান খুলেছিলেন তাঁরা। ক্যাফের অন্দরমহলে গোলাপি ও সাদা রঙের মিশেলে তৈরি করা হয় এক মনোমুগ্ধকর  পরিবেশ। খাবারেও ছিল সুস্বাদু নানা পদ। কিন্তু উদ্বোধনের কিছুদিনের মধ্যেই সেই স্বপ্নে নেমে এল আতঙ্কের ছায়া। বর্তমানে ‘কপিল শর্মা শো সিজন ৩’-এর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ২১ জুন শুরু হয়েছে এই জনপ্রিয় শোয়ের নতুন পর্বের যাত্রা। একই সঙ্গে, ব্যক্তিগত জীবনের এক নতুন  অধ্যায়—নিজের স্বপ্নের ক্যাফে খোলার মধ্য দিয়ে—শুরু করেছিলেন তিনি। কিন্তু ঠিক সেই সময়েই এমন ছন্দপতন অপ্রত্যাশিত।  

You might also like!