Entertainment

17 hours ago

Bollywood Buzz :দিলজিত বিতর্কে ‘জুমলা পার্টি’ বলে তোপ! ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট নাসিরুদ্দিন শাহের

Jumla party comment Bollywood
Jumla party comment Bollywood

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : নাসিরুদ্দিন শাহ প্রকাশ্যে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জের। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে দিলজিতের প্রতি তাঁর অবস্থান স্পষ্ট করেন বর্ষীয়ান অভিনেতা। তবে সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অবশেষে সেটি সরিয়ে ফেলেন তিনি। কিন্তু বিতর্ক থামার আগেই ফের সমাজমাধ্যমে একটি রহস্যজনক বার্তা শেয়ার করে চর্চার কেন্দ্রে চলে আসেন নাসিরুদ্দিন।

‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পঞ্জাবি শিল্পীকে। এই পরিস্থিতিতে নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, “আমি দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার মতো কিছু একটা পাওয়া গিয়েছে।”

বিতর্ক বাড়তে থাকায় অভিনেতা নিজেই পোস্টটি সরিয়ে দেন।নতুন করে আবারও পোস্টে ‘সত্যতা’ নিয়ে বার্তা দিলেন অভিনেতা।জার্মান বিজ্ঞানী ও দার্শনিক গিয়োর্গ ক্রিস্টফ লিখটেনবার্গের একটি উক্তি ভাগ করে নেন অভিনতা— “কারও দাড়ি না পুড়িয়ে ভিড়ের মাঝে সত্যতার আলো বহন করে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব।”

অনেকের মতে, দিলজিৎ-ঘিরে চলা বিতর্কেই এই পোস্ট করেছেন নাসিরুদ্দিন।মুছে দেওয়া পোস্টে বর্ষীয়ান অভিনেতা সেই দিন লেখেন, “প্রথমত, ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি।”

তবে ঘটনা এখানেই থেমে থাকেনি।নাসিরুদ্দিন জানিয়েছিলেন, পাকিস্তানে তাঁর আত্মীয়েরা রয়েছেন। অভিনেতা লিখেছিলেন, “এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য— ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়েরা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যারা আমাকে বলবে, ‘পাকিস্তানে যান’, তাদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’।”


You might also like!