Country

2 hours ago

Delhi CM attack case: অভিযুক্ত হামলাকারীর ৫-দিনের পুলিশ হেফাজত, রেখার বাসভবনে কঠোর নিরাপত্তা

Delhi Chief Minister Rekha Gupta was attacked by a man during a 'Jan Sunwai' programme
Delhi Chief Minister Rekha Gupta was attacked by a man during a 'Jan Sunwai' programme

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলায় অভিযুক্তকে ৫-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠালো আদালত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত রাজেশ ভাই খিমজিকে বুধবার গভীর রাতে বিচারকের সামনে হাজির করে দিল্লি পুলিশ। আদালত অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

বুধবার সকালে জনশুনানির সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা হয়, বুধবারের হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশকারী প্রতিটি গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত রাজেশ গুজরাটের রাজকোটের বাসিন্দা। বুধবার সকালে সে হাজির হয়েছিল মুখ্যমন্ত্রীর সিভিল লাইন্‌সের বাসভবনে। প্রতি সপ্তাহের মতো বুধবার সেখানে ‘জনশুনানি’ চলছিল। দিল্লির বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনছিলেন রেখা। তখনই তাঁর উপর হামলা চালায় রাজেশ, এমনই অভিযোগ।

You might also like!