Country

3 hours ago

Samba Road Accident: টায়ার ফেটে সাম্বায় দুর্ঘটনার কবলে বাস; মৃত্যু এক যাত্রীর, আহত ৪০ জন

One Dead, 40 Injured In Samba Road Accident
One Dead, 40 Injured In Samba Road Accident

 

সাম্বা, ২১ আগস্ট : জম্মু ও কাশ্মীরের সাম্বায় টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৩.২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলায় জম্মু-পাঠানকোট ন্যাশনাল হাইওয়ের ওপর জাটওয়াল গ্রামের কাছে। বৈষ্ণাদেবী পুণ্যার্থীদের নিয়ে কাঠুয়া থেকে কাটরার দিকে যাচ্ছিল বাসটি, আচমকাই বাসটির টায়ার ফেটে যায় এবং সেতু থেকে ৩০ ফুট নীচে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা এক যাত্রী বলেছেন, আমরা আমরোহা থেকে বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় আসছিলাম, তখন দুর্ঘটনাটি ঘটে। সবাই আহত হয়েছেন, আমাদের একজন সঙ্গী প্রাণ হারিয়েছেন।

You might also like!