Country

1 month ago

Monsoon alert:গোয়া ও মহারাষ্ট্রে বৃষ্টির সতর্কতা, দিল্লিতেও অনুকূল পরিস্থিতি

Maharashtra rain alert
Maharashtra rain alert

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : আগামী দুই থেকে তিন দিন গোয়ামধ্য মহারাষ্ট্রে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতরএই সময়ে ভারী বৃষ্টি প্রত্যাশিত কোঙ্কনেওআইএমডি জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, মাহে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত মৎস্যজীবীদের উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকালেই মুষলধারে বৃষ্টিপাত হয়েছে মহারাষ্ট্রের থানে জেলার মাহিমে, ভারী বৃষ্টিতে রাস্তায় জলও জমে যায়

আগামী তিন থেকে চার দিন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় একই রকম পরিস্থিতি বিরাজ করবে। আগামী সাত দিন উত্তর-পূর্ব ভারতেও এই পরিস্থিতি বিরাজ করবে। আইএমডি জানিয়েছে, আগামী তিন দিন দিল্লি এনসিআর-এও হালকা বৃষ্টিপাতের পরিস্থিতি বিরাজ করবে।

You might also like!