দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে GST হার কমানোর চিন্তাভাবনা চালাচ্ছে কেন্দ্র। ওই সমস্ত পণ্যের অধিকাংশের উপর এখন ১২ শতাংশ GST ধার্য হয়। একাধিক পণ্যের উপর থেকে কমানো হতে পারে জিএসটি-র বোঝা, কেন্দ্রীয় সূত্রে খবর। কোন কোন জিনিসের দাম কমবে?
সূত্রের খবর, ১২ শতাংশের যে জিএসটি স্ল্যাব রয়েছে, তা পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এর ফলে এই স্ল্য়াবে যে যে পণ্য থাকে, তার দাম হয় কমবে বা বাড়বে। যদি ১২ শতাংশ জিএসটি কমানো হয়, তাহলে ৫ শতাংশ স্ল্য়াবে আনা হতে পারে। এর ফলে এই পণ্যগুলির দাম কমবে। অন্যদিকে যদি ১২ শতাংশ জিএসটি স্ল্যাব থেকে কোনও পণ্যকে সরিয়ে ১৮ শতাংশে আনা হয়, তাহলে সেই পণ্যের দাম বাড়বে।
চলতি মাসের শেষে জিএসটি কাউন্সিলের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।
এবার কী কী পণ্য এই ১২ শতাংশ জিএসটি স্ল্যাবে পড়ে, তা জেনে নেওয়া যাক, কারণ এই পণ্যগুলিরই দাম কমতে বা বাড়তে পারে।
১. টুথ পেস্ট (কিছু পেস্টে ১৮ শতাংশ জিএসটি বসে)
২. টুথ পাউডার
৩. স্যানিটারি ন্যাপকিন (আগে ট্যাক্স বসলেও, এখন কোও কর দিতে হয় না। তবে এই সংক্রান্ত অন্য ফেমিনিন হাইজিন পণ্যের উপরে এখনও ১২ শতাংশ জিএসটি বসে)।
৪. চুলের তেল
৫. সাবান (কিছু সাবান ১৮ শতাংশ জিএসটি স্ল্যাবেও পড়ে)
৬. ছাতা
৭. সেলাই মেশিন
৮. ওয়াটার ফিল্টার ও ওয়াটার পিউরিফায়ার (নন-ইলেকট্রিক টাইপ)
৯. প্রেসার কুকার
১০. কুকওয়্যার এবং অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি রান্নার পণ্য
১১. ইলেকট্রিক আয়রন
১২. ওয়াটার হিটার (গিজার)
১৩. ভ্যাকুম ক্লিনার (নন-কমার্শিয়াল)
১৪. ওয়াশিং মেশিন (ছোট আকারের)
১৫. বাইসাইকেল
১৬. হুইলচেয়ার বা বিশেষভাবে সক্ষমদের বহনের জন্য জিনিস
১৭. গণপরিবহন অর্থাৎ বাস, লঞ্চ, প্রিপেইড ট্যাক্সি
১৮. ১ হাজার টাকার বেশি দামের রেডিমেড পোশাক
১৯. ৫০০ থেকে ১০০০ টাকা দামের জুতো
২০. ভ্যাকসিন
২১. এইচআইভি, হেপাটাইটিস ও টিবির ডায়েগনস্টিক কিট
২২. কিছু আয়ুর্বেদিক ও উনানি ওষুধ
২৩. ব্যায়ামের বই
২৪. জিওমেট্রি বক্স
২৫. ড্রয়িং ও কালারিং বই
২৬. ম্যাপ, গ্লোব
২৭. গ্লেজড টাইলস (নন-লাক্সারি ভ্যারিয়েন্ট)
২৮. রেডি মিক্স কনক্রিট
২৯. প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং
৩০. কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র
৩১. কনডেন্সড মিল্ক, ফ্রোজেন সবজি-কর্নের মতো প্যাকেটজাত পণ্য
৩২. সোলার হিটার