বেঙ্গালুরু, ২ জুলাই : মাঝপথে কি নেতৃত্ব বদল হতে পারে কর্নাটকে? মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হতে পারে তাঁকে? সিদ্দারামাইয়া প্রশ্ন শুনে বুধবার বলেছেন, আমিই কাজ চালিয়ে যাব। আমিই পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকবো। বিরোধীরা সিদ্দারামাইয়ার বিদায়ের দাবি করছে শুনে সিদ্দারামাইয়ার কটাক্ষ, ওরা কি কংগ্রেস হাই কমান্ড? সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁর ডেপুটি ডি কে শিবকুমারকে ক্ষমতায় বসানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। শিবকুমার যদিও তা থেকে দূরত্ব বাড়িয়ে বলেছেন, আমি এখানে পরিবর্তন চাইছি না। উল্লেখ্য, কর্নাটকে নেতৃত্ব বদলের জল্পনায় মঙ্গলবার ইতি টেনেছিলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেন, আমি চাই না, কোনও বিধায়ক আমার হয়ে ব্যাট করুক। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের দিকেই তাঁদের নজর দেওয়া উচিত। আমি চাই না, বিধায়করা আর আমার হয়ে কথা বলুক। যদি তাঁরা কথা না শোনেন, তাহলে হাইকমান্ড ব্যবস্থা নেবে। কংগ্রেসে কোনও দলাদলি নেই। আমি এখানে পরিবর্তন চাইছি না।