পশ্চিম বর্ধমান, ৭ জুলাই : ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে দুর্গাপুর সাংগঠনিক জেলাকে চাঙ্গা করার প্রয়োজনীয়তা বেশ টের পাচ্ছেন নেতা, কর্মীরা। শোনা যাচ্ছে, আসন্ন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার স্থল হিসেবে তাই দুর্গাপুরকে বেছে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন দলের নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আগামী ১৮ জুলাই ফের রাজ্যে আসছেন মোদী। সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে। ইতিমধ্যে রবি ও সোমবার সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির তরফে চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা। শেষ মুহূর্তে বড় কোনও বদল না ঘটলে দুর্গাপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে অবশ্য রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে রাজি নন।
চব্বিশের লোকসভা নির্বাচনে ওই অঞ্চলের জেতা আসন হাতছাড়া হয়েছে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব – দু’টি আসনেই পদ্মকে দুরমুশ করে ঘাসফুল ফুটেছে। দুই লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ ও শর্মিলা সরকার। সেই ক্ষত ভুলতে পারেনি গেরুয়া ব্রিগেড। আগামী বছর তার শোধ নেওয়া যায় কি না, ভাবতে শুরু করেছেন দলের নেতাদের একাংশ। এই শিল্পাঞ্চলে পদ্মের ভালো দাপট থাকলেও চব্বিশের নির্বাচনে ঘাসফুলের ধাক্কায় ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। দিলীপ ঘোষের মতো ‘দাবাং’ নেতাকে প্রার্থী করেও গড়রক্ষা হয়নি গেরুয়া শিবিরের।