Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Chaitali Majumdar: চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই দাবি কাঞ্চনজঙ্ঘার যাত্রী চৈতালির!

Kanchanjungha Express's passenger Chaitali Majumdar (File Picture)
Kanchanjungha Express's passenger Chaitali Majumdar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার দুর্ঘটনার শিকার হয়। এই ট্রেনটিকে একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয়েছে ঘটনার জেরে। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার নামক এক যাত্রী এই ঘটনায় মালগাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেন। নথি তেমনটাই বলছে। কিন্তু, চৈতালির দাবি অন্য। তাঁর দাবি, কোনও অভিযোগ তিনি দায়ের করেননি। তাঁকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল হাসপাতালেই। যদিও জিআরপি সুপারিটেনডেন্ট বলছেন, অভিযোগ জানিয়েছেন যাত্রীই।

তিনি নিজেও ওই এক্সপ্রেস ট্রেনটিতে ছিলেন এবং আঘাত পেয়ে রেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই সাদা কাগজে তাঁকে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন চৈতালি। তাঁর কথায়, ‘আমার কাছে কিছু আরপিএফ এসেছিলেন। বিভিন্ন তথ্য নিয়ে যান। যেমন নাম, ঠিকানা। রাতে কয়েকজন এসেছিলেন। আমি কী অবস্থায় ছিলাম তা ভিডিয়ো করেন তাঁরা। তারপর চলে যায়। রাতে দুই জনে পুলিশ এসে নাম ঠিকানা জানতে চান।'

তাঁর কথায়, ‘আমি অভিযোগ করেছি বলে জানতে পারি সংবাদ মাধ্যম মারফত। কিন্তু, আমি এমন কোনও কাজ করিনি। আমার শারীরিক পরিস্থিতি সেই রকম নয় যে কারও নামে অভিযোগ করতে পারি। ট্রেনে কোন গাড়ি ধাক্কা দিয়েছে? কেন দিয়েছে? তা বাইরে থেকে বোঝা আমাদের জন্য সম্ভব নয়। আমি যাঁদের সম্পর্কে কিছু জানি না তাঁদের বিরুদ্ধে কেন এফআইআর করতে যাব?'

অন্যদিকে, চৈতালির বাবার দাবি, ' আমরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি।' সেক্ষেত্রে কে এই অভিযোগ করল? এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, জিআরপি সুপারিটেনডেন্ট এস সেলভামুরুগন অবশ্য দাবি করেছেন, এই অভিযোগ করেছেন যাত্রীই।

You might also like!